|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৫ ০৭:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ এপ্রিল ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ

পিএসসির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


পিএসসির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


লোচনাসভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও মৃত্যুঞ্জয়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণের পর বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করা হয়।

আজ শনিবার সকাল ১০টায় পিএসসি সচিবালয়ের '৭১ মিলনায়তন'-এ “বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা দিবস কর্মসূচির উদ্বোধন করেন কমিশন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।


সভার প্রধান অতিথির বক্তব্যে পিএসসি চেয়ারম্যান বলেন, স্বাধীনতার পর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি আদেশের মাধ্যমে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করেন। পিএসসির ৫১তম প্রতিষ্ঠা দিবসে দেশের সবোর্ত্তম মেধাবীদের নিয়োগে সুপারিশ করে জাতির পিতার সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

কমিশনের বিজ্ঞ সদস্যরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন কমিশন সচিব মো. আ. হামিদ জমাদ্দার। এ ছাড়া কমিশন সচিবালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫