|
প্রিন্টের সময়কালঃ ০৪ আগu ২০২৫ ০২:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ নভেম্বর ২০২৪ ০৫:৪৮ অপরাহ্ণ

মা-ছেলেকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড


মা-ছেলেকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):-
 

কুষ্টিয়ার দৌলতপুরে মা-ছেলেকে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি, প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

বুধবার (২০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক সোহানী পূষণ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
 

দণ্ডপ্রাপ্ত আসামিরা:

১. দৌলতপুর উপজেলার জোয়াদ্দারপাড়া গ্রামের সেকেন্দার মোল্যার ছেলে মো. হানিফ মোল্যা (৩২)
২. সোনাইকান্দি গ্রামের ইমরান হোসেন মণ্ডলের ছেলে আলী আকবর (৩২)
৩. সোনাইকান্দি গ্রামের শহিদুল মণ্ডলের ছেলে লালচাঁদ মণ্ডল (৩২)

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ নভেম্বর গভীর রাতে দৌলতপুর উপজেলার সোনাইকান্দি গ্রামের মানিক মিয়ার বাড়িতে একদল চোর চুরি করতে প্রবেশ করে। চুরির সময় গৃহবধূ ছানোয়ারা বেগম চোরদের দেখতে পেয়ে গেলে, তারা মাফলার দিয়ে তার গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।
 

ছানোয়ারার হত্যার ঘটনা তার ছেলে রাজ (৮) দেখে ফেলায়, তাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর চোরেরা লাশ দুটি ঘরের ভেতর ফেলে দিয়ে প্রাচীর টপকে পালিয়ে যায়।

 

এ ঘটনায় নিহত ছানোয়ারার মেয়ে, দৌলতপুর উপজেলার শীতলাইপাড়া গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী পারভীনা খাতুন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

কুষ্টিয়া জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবু সাইদ মোহাম্মদ ইলিয়াস জানান, আসামিরা আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে। তারা জানায়, চুরির সময় ধরা পড়ে যাওয়ায় তারা মা ও ছেলেকে হত্যা করেছে। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের দোষ প্রমাণ করতে সক্ষম হয়। এ কারণে আদালত তাদের মৃত্যুদণ্ড প্রদান করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫