২০ হাজার ডলার বেতন চাইছেন পল

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর অস্ট্রেলিয়ান পল স্মলি তার চাকরির মেয়াদ বাড়াবেন যদি বাফুফে তার বেতন বৃদ্ধি করে। শোনা গেছে পল ২০ হাজার ডলার চাইছেন মাসে। এই অর্থ দিতে রাজি কি না-তা পরিষ্কার করেনি বাফুফে।
ফেডারেশনের সহসভাপতি আতাউর রহমান মানিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা অনেক কিছু বিবেচনা করছেন। গতকাল বিকালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মানিক। খুব বেশি কিছু বলেননি তিনি। পল স্মলি বাফুফে ছাড়তে চেয়েছিল। পল ছুটিতে চলে গেছেন। এখন জানা গেল পল আসতে চাইছেন, কিন্তু শর্ত দিয়ে জানিয়েছেন বেতন বাড়াও।
বাফুফে থেকে পল এখন বেতন পাচ্ছেন ১৪ হাজার ডলার। চাইছেন ২০ হাজার ডলার। মানিকের কথা হচ্ছে বাফুফে সামর্থ্যটাও বিবেচনা করতে হবে। পল ইস্যুতে মানিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা কথা বলবেন। এত টাকায় রাখার বিষয়ে আরো গভীরভাবে বিবেচনা করবেন। তিনি বলেন, ‘আমাদের (বাফুফে) সামর্থ্যটাও বিবেচনা করতে হবে। আমরা কথা বলব। যদি কমানো যায় তাহলে ভালো। আর সেটা না হলে কিছু করার নেই।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫