ইউক্রেনকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি ফ্রান্সের

ফ্রান্স ইউক্রেনকে আরও হালকা ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। স্থানীয় সময় রোববার (১৪ মে) রাতে প্যারিসের এলিসি প্রাসাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে এ প্রতিশ্রুতি দেয়া হয়। এপি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এ সময় ম্যাক্রোঁ ও জেলেনস্কি সামরিক সহায়তা জোরদারের বিষয়ে আলোচনা করেন। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে দুই নেতা বলেন, ফ্রান্স আগামী কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি ব্যাটালিয়ন সেনাকে প্রশিক্ষণ ও সজ্জিত করবে।
এছাড়া কয়েক ডজন হালকা ট্যাংক ও সাঁজোয়া যানও সরবরাহ করা হবে। উভয়েই মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। যেন এই অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য রাশিয়ার না থাকে।
জেলেনস্কি ইতালিতে দেশটির নেতৃবৃন্দ ও পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠকের পর জার্মানি যান। ইউক্রেনে রুশ হামলার পর তিনি প্রথমবারের মতো জার্মানি সফর করেন। সেখানে তিনি শার্লেমেন পুরস্কারে ভূষিত হন।
জার্মানি সফর শেষে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ভিলাকুবল বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর জেলেনস্কি এক টুইট বার্তায় বলেন, 'ইউরোপের সঙ্গে সম্পর্ক জোরদার হচ্ছে, রাশিয়ার ওপর চাপ বাড়ছে।'
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫