দুর্বৃত্তের গুলিতে কলেজ ছাত্র আহত

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে এক কলেজ ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চিতাখোলা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত তরুণের নাম মো. তানিকুল ইসলাম (২০)। তিনি স্থানীয় মো. জসিম উদ্দিনের ছেলে এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ জানিয়েছে, একই এলাকার মো. ফরিদের ছেলে ইফতেখার (২৪) এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি নজরুল ইসলাম নিশ্চিত করেছেন, গুলিবিদ্ধ তানিক চিকিৎসাধীন রয়েছেন এবং অভিযুক্ত ইফতেখারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আহত তানিকের চাচা মো. রহিম জানান, তার ভাতিজা এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিতাখোলা বাজারের পাশে কর্ণফুলী নদীর পাড়ে মোবাইল চালাচ্ছিল। হঠাৎ অভিযুক্ত ইফতেখার অস্ত্র নিয়ে এসে তার বুকের ডান পাশে গুলি করে পালিয়ে যায়। তিনি আরও জানান, তাদের মধ্যে কোনো পূর্ব শত্রুতা ছিল না এবং এই ঘটনার কারণ এখনও অস্পষ্ট।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫