তারুণ্যের উৎসব-ওয়াসিম জোনের খেলা ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা দল নোয়াখালী জেলার ম্যাচ

ক্রীড়া প্রতিবেদন (বাবলা):-
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় দেশব্যাপী জাতীয় ফুটবল চ্যাম্পিয়াশীপের খেলা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বুধবার ১০ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে ।
শহীদ ওয়াসিম জোনের খেলায় স্বাগতিক চট্টগ্রাম জেলা বনাম নোয়াখালী জেলার ম্যাচ। পরর্বতীতে এ জোনের হোমএওয়ে ম্যাচ আগামী ১৭ সেপ্টেম্বর নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে গতকাল রোববার ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে সিডিএফএ সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু,সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আব্দুল বারী, সিডিএফএ সাধারণ সম্পাদক আ,ন,ম ওয়াহিদ দুলাল ও চট্টগ্রাম জেলা দলের ম্যানজার মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি।
উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মাকসুদুর রহমান বুলবুল, আবু সৈয়দ, ইয়াছিন আরাফাত পাবলু, সাইফুল আলম, মোঃ সালাউদ্দিন জাহেদ, আলী আহসান রাজু, মোঃ জাফর ।
এছাড়াও মোহরা ফুটবল একাডেমীর মোঃ লোকমান হাকিম, চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার মোঃ নাহিদ মুরাদ মুন্না, এ প্লাস ফুটবল একাডেমি মোঃ আনোয়ার হোসেন, ডায়নামিক ফুটবল একাডেমি হায়দার কবির প্রিন্স, কোয়াইশ এস্পয়ার ফুটবল একাডেমি আহমেদ উল্লাহ চৌধুরী, ফাতেয়াবাদ ফুটবল একাডেমি মোঃ সেলিম চৌধুরী, রামপুরা ফুটবল একাডেমি মোহাম্মদ ফরিদ , দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির বাবুল হোসেন বাবলা সহ বিভিন্ন একাডেমির ও সিডিএফএ কর্মকতাবৃন্দ বক্তব্য রাখেন।
আগামী ১০ সেপ্টেম্বর প্রত্যেক একাডেমির খেলোয়াড়দের কে মাঠে উপস্থিত থেকে চট্টগ্রাম জেলা দলকে উৎসাহ প্রদান এবং ফুটবলে তারুণ্য উৎসব কে স্বাগত জানাতে বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫