|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১১ অপরাহ্ণ

পুঠিয়া বানেশ্বরে চুলার আগুনে বসতবাড়ি পুড়ে ছাই


পুঠিয়া বানেশ্বরে চুলার আগুনে বসতবাড়ি পুড়ে ছাই


মোঃ শফিকুল ইসলাম( চারঘাট রাজশাহী) প্রতিনিধিঃ-



রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোটা বসতবা ড়ি। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাইপাড়ায় এলাকার মহিদুল ইসলামের রান্নাঘরে চুলার আগুনে থেকে এ ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মহিদুল ইসলামের স্ত্রী সকালে রান্না ঘরে খড়ির চুলোতে সকালের খাবার তৈরি করে বাহিরে অবস্থান করেন। পরবর্তীতে রান্নাঘরে চুলোর আগুনে পাশে থাকা শুকনো পাতা ও খড়িতে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। ঘরে থাকা লোকজন বেরিয়ে পড়লে ও  আগুনে পুড়ে যায় সব আসবাবপত্র। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে রান্নাঘর সহ শয়ন ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়। 


ওই বাড়ির মালিক মহিদুল ইসলাম জানান, পরিবার নিয়ে  বাড়িতে বসবাস করে আস ছিলাম। হঠাৎ আগুনে সব পুড়ে গেলো। জামা কাপুড় ও বের করতে পারি নাই। প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। মালামাল পুড়ে গেলেও কেউ আহত হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫