|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০১:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৫ অপরাহ্ণ

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু


ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু


ঢাকা প্রেস নিউজ
 

তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে একটি নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। গত ১৮ ডিসেম্বর লিবিয়ার উপকূলে এই দুর্ঘটনা ঘটে।
 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র এ তথ্য জানান।
 

তিনি জানান, ১২১ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ১৮ ডিসেম্বর লিবিয়ার উপকূলে বিধ্বস্ত হয়। লিবিয়ার নৌবাহিনী ঘটনাস্থল থেকে ৮২ জনকে জীবিত উদ্ধার করেছে এবং অন্তত ১৫ জনের মরদেহ পাওয়া গেছে। ঘটনার পর লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা দ্রুত যোগাযোগ শুরু করেন এবং স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির একজন স্বেচ্ছাসেবক নিশ্চিত করেন যে, উদ্ধারকৃতদের মধ্যে ৩২ জন বাংলাদেশি রয়েছে, তাদের মধ্যে আটজন নিহত এবং অন্যরা নিখোঁজ।
 

বর্তমানে জীবিতদের ত্রিপলি থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে জাওয়াইয়া সিটিতে রাখা হয়েছে, এবং নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালে পাবলিক প্রসিকিউশনের তত্ত্বাবধানে রাখা হয়েছে। নিখোঁজদের মধ্যে আরও বাংলাদেশি নাগরিক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

এ দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করতে ত্রিপলিতে অবস্থিত দূতাবাস কাজ করছে। তারা লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বেঁচে থাকা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে চেষ্টা করছে। তাদের সঙ্গে যোগাযোগ করার পর আরও বিস্তারিত তথ্য জানা যাবে। এই বিষয়ে ত্রিপলিতে অবস্থিত দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানান মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫