|
প্রিন্টের সময়কালঃ ২৯ মে ২০২৫ ০৬:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ মে ২০২৫ ০৭:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামে মসজিদে হামলার মামলায় চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি


চট্টগ্রামে মসজিদে হামলার মামলায় চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি


চট্টগ্রাম ব্যুরো:-


 

চট্টগ্রাম আদালতপাড়ায় মসজিদে হামলা ও ভাঙচুরের মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
 

মঙ্গলবার (২৭ মে) চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন এই আদেশ দেন। এর একদিন আগে, সোমবার, পুলিশের ওপর হামলার আরেকটি মামলায় একইভাবে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।
 

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মসজিদে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা চিন্ময় দাসকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চান। শুনানি শেষে বিচারক এক দিনের জেলগেট জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন।
 

এর আগে, ১৮ মে রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায়ও চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল আদালত।
 

উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৩ সালের ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

এ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে চিন্ময়ের অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ করে। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ছুরিকাঘাতে নিহত হন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫