|
প্রিন্টের সময়কালঃ ০৮ জানুয়ারি ২০২৬ ০৫:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জানুয়ারি ২০২৬ ১০:০২ অপরাহ্ণ

যশোরে মোটরসাইকেলধারী দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত


যশোরে মোটরসাইকেলধারী দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত


যশোরের মনিরামপুরে মোটরসাইকেলযোগে হামলা করে রানা প্রতাপ বৈরাগী (৪৩) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার কপালিয়া বাজারে এই ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন মোটরসাইকেলে এসে রানার মাথায় গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 

নিহত রানা প্রতাপ বৈরাগী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক তুষার কান্তি বৈরাগীর ছেলে। স্থানীয়দের ও পুলিশ সূত্রের তথ্যে জানা গেছে, তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’র আঞ্চলিক নেতা ছিলেন। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনি আরেকটি চরমপন্থি সংগঠনের সঙ্গে বিরোধে জড়িত ছিলেন। এই বিরোধের জেরেই তার হত্যাকাণ্ড ঘটতে পারে।
 

মনিরামপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আকতার ফারুক মিন্টু জানান, “কপালিয়া বাজারে রানার একটি বরফকল রয়েছে। সন্ধ্যায় সেই বরফকলের কাছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি বরফকলের ব্যবসা করছিলেন।”
 

মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এমদাদুল হক এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি রজিউল্লাহ খান বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে হত্যার কারণ ও সংশ্লিষ্টদের পরিচয় তদন্তে আসার পর বলা সম্ভব হবে।”
 

উল্লেখ্য, এর আগের শনিবার রাতেও যশোর শহরের শংকরপুরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতা নিহত হন। তিনি শংকরপুর গোলপাতা মসজিদ মহল্লার মৃত ইন্তাজ আলীর ছেলে ও বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ‘গ্রিন ল্যান্ড রিয়েল এস্টেট’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জমি বেচাকেনার ব্যবসা পরিচালনা করতেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬