|
প্রিন্টের সময়কালঃ ২১ এপ্রিল ২০২৫ ০৬:২১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ নভেম্বর ২০২৪ ০৬:৪৬ অপরাহ্ণ

আজারবাইজান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়


আজারবাইজান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়


ঢাকা প্রেস নিউজ
 

আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে চান তিনি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশটির রাজধানী বাকুতে কপ২৯ বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই অভিপ্রায় প্রকাশ করেন তিনি।
 

ইলহাম আলিয়েভ আরও জানান, আগামী বছরের শুরুতে আজারবাইজান থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। এই সফরের মূল উদ্দেশ্য হলো ঢাকার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারেও আগ্রহী আজারবাইজান এবং তাই তারা ঢাকায় একটি আবাসিক দূতাবাস স্থাপন করতে চায়। উভয় দেশ ব্যবসা, বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা দেখছে।
 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসার জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আলিয়েভ বলেন, "আপনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। যদিও কাজটি চ্যালেঞ্জিং, আপনি এটি সফলভাবে সম্পন্ন করতে পারবেন।"
 

তিনি বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র-নেতৃত্বাধীন জুলাই-আগস্ট আন্দোলনের প্রশংসা করে জানান, তারা বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাগুলো পর্যবেক্ষণ করছেন। আজারবাইজানে এক যুব আত্ম-কর্মসংস্থান কর্মসূচির কথাও উল্লেখ করেন আলিয়েভ, যা অধ্যাপক ইউনূসের ধারণা থেকে অনুপ্রাণিত।

রাষ্ট্রপতি আলিয়েভ বলেন, আজারবাইজান তার পরিষেবাগুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সফলভাবে লড়াই করেছে। এ অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করতে আগ্রহী তারা।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসও দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও জনগণের মিথস্ক্রিয়া বৃদ্ধি এবং বড় আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা উভয় দেশকেই সমৃদ্ধ করবে।

তিনি তেলসমৃদ্ধ মধ্য এশিয়ার দেশগুলোতে বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫