|
প্রিন্টের সময়কালঃ ২৩ আগu ২০২৫ ০২:১৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ জুলাই ২০২৪ ০৬:২৭ অপরাহ্ণ

কোটা সংস্কারের দাবিতে: শিক্ষার্থীরা ফের শাহবাগ মোড় অবরোধ করেছে


কোটা সংস্কারের দাবিতে: শিক্ষার্থীরা ফের শাহবাগ মোড় অবরোধ করেছে


ঢাকা প্রেস নিউজ


কোটা সংস্কারের দাবিতে
আজ শুক্রবার শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সারাদেশে বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদেও তারা বিক্ষোভ করেছেন।

 

আন্দোলনকারীরা বিকেল ৪টা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করে। পরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয়। সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
 

আন্দোলনকারীদের দাবি হলো সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ ৫%) রেখে কোটা সংস্কার করা।
 

২০১৮ সালে তীব্র আন্দোলনের মুখে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে বিদ্যমান ৫৬% কোটা বাতিল করে। ২০২১ সালে হাইকোর্ট ওই পরিপত্রের ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে। পরে আপিল বিভাগে রায় বহাল থাকে।
 

গত ১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।
 

বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশি বাধার মুখে পড়েন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গুলি ও টিয়ারশেল ছোড়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের লাঠিচার্জের শিকার হন।
 

বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজমান রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫