|
প্রিন্টের সময়কালঃ ২৩ জানুয়ারি ২০২৬ ০৬:১৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ জানুয়ারি ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ

লাকসামে কৃষি প্রযুক্তি গ্রাম কার্যক্রম পরিদর্শন ও উপকরণ বিতরণ


লাকসামে কৃষি প্রযুক্তি গ্রাম কার্যক্রম পরিদর্শন ও উপকরণ বিতরণ


রিমু আফরাতুল, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

 

লাকসাম উপজেলায় কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা) মোঃ খোরশেদ আলম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মোঃ মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল-আমিন এবং সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা।

পরিদর্শনকালে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী কৃষকদের মাঠ পর্যায়ের কার্যক্রম ঘুরে দেখেন। এছাড়া ২০২৫–২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে বাস্তবায়নাধীন টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় শতাধিক কৃষকের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি মোঃ খোরশেদ আলম কৃষকদের জলাবদ্ধতা নিরসন, আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ, সঠিক মাত্রায় সার প্রয়োগ এবং টপ সয়েল কর্তনের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করেন।

সভাপতির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, প্রকল্পভুক্ত কৃষক গ্রুপগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আধুনিক জাত ব্যবহার, মালচিং পেপার প্রয়োগের মাধ্যমে সবজি উৎপাদন এবং উচ্চমূল্যের ফসল চাষে মনোযোগী হলে কৃষি উৎপাদন আরও বাড়বে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল-আমিন বলেন, কৃষি বিভাগ সবসময় নতুন প্রযুক্তি নিয়ে কৃষকদের পাশে রয়েছে। নিরাপদ খাদ্য উৎপাদনকে গুরুত্ব দিয়ে কৃষিকে ব্যবসায়িকভাবে গ্রহণ করতে পারলে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা বলেন, কৃষিজমি নষ্ট করা যাবে না। টপ সয়েল কর্তন, বালু ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন বা সারের অতিরিক্ত মূল্য আদায়ের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় কুমিল্লা আঞ্চলিক প্রকল্পের আওতায় উচ্চমূল্যের ফসল, ঘেরের পাড়ে তরমুজ চাষ, সরিষা ক্ষেত এবং মাচায় সবজি চাষ পরিদর্শন করা হয়। এসব কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন অতিথিরা।

পরে কৃষি প্রযুক্তি গ্রামের ১৫টি পরিবারের ১৫ জন কৃষকের মাঝে সবজি ও মসলার বীজ, ফল ও ঔষধি গাছের চারা, রাসায়নিক ও জৈব সার, ফেরোমন ট্র্যাপ, ইয়েলো ট্র্যাপসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপকরণ পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং এসব সহায়তায় উদ্যোক্তা হিসেবে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬