চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র নতুন অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):-
গতকাল রবিবার (২৪ আগস্ট) নগরীর আন্দরকিল্লাস্থ(মোমিন রোড) মেহেরুন টাওয়ার’র (৩য় তলায়) চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র অফিস উদ্বোধন করেন সভাপতি কাজী আবুল মনসুর।
এতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম। ধন্যবাদ বক্তব্য রাখেন দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল।
চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সিনিয়র সাংবাদিক সজল চৌধুরী, মোহন মিন্টু, সাইফুল্লাহ চৌধুরী, ভুপেন দাস, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ আলী, মনিরুল ইসলাম পারভেজ, আবুল কাশেম সরোজ, তানভীর আহমেদ, হাসান মুরাদ, এস এম পিন্টু, সরোয়ার আমিন বাবু, রোজী চৌধুরী,নজরুল ইসলাম চৌধুরী, জাকারিয়া হোসেন, আশ্রাফ আহমেদ প্রমুখ।
সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুর বলেন,উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদর মান উন্নয়নই হবে ফোরামের অন্যতম কাজ। বর্তমানে দেশে যে ধারার সাংবাদিকতা চলছে, তাতে সাংবাদিকরা মান সম্পন্ন রিপোর্ট তৈরি করতে নানা সমস্যার সম্মুখীন হন।
চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সেই শূন্যতা পূরণ করতে ভূমিকা রাখবে। আগামীতে ফোরামের সদস্যদের সার্বিক কল্যাণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
পরে কেক কাটা ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক মুহাম্মদ কামরুল হুদা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫