|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০১:২৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ডিসেম্বর ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ

বড়াইগ্রামে চলছে বড়দিনের প্রস্তুতি 


বড়াইগ্রামে চলছে বড়দিনের প্রস্তুতি 


ঢাকা প্রেস,সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
 

২৫ ডিসেম্বর বুধবার খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এ উৎসবকে কেন্দ্র করে নাটোরের বড়াইগ্রাম উপজেলাসহ জেলার সদর, সিংড়া, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার খ্রিস্টান ধর্মপল্লীতে বড়দিন পালনের প্রস্তুতি চলছে।
 


সোমবার জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ধর্মপল্লীতে গিয়ে দেখা গেছে তরুণ তরুণীরা গীর্জা ঘর ও প্রাঙ্গণে আল্পনা আঁকছে।  সাজানো হচ্ছে বর্ণিল কাগজ ও রঙিন আলোকসজ্জা দিয়ে। একই ভাবে খ্রিস্টান ধর্মপল্লীর বাড়ি-ঘরও সাজিয়ে তুলছে বর্ণিল সাজে। বড়দিনকে সামনে রেখে সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি চলছে বাড়ি বাড়ি কীর্তন আনন্দ। এই উপজেলাতে রয়েছে ৬ টি ধর্মপল্লী। জেলার সবচেয়ে বড় খ্রিস্টান ধর্মপল্লী বনপাড়া লুর্দের রানী মা মারীয়া চার্চের পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা জানান, যীশু খ্রিস্টের জন্মোৎসব এই বড়দিনকে সামনে রেখে নেওয়া হয়েছে নানা আয়োজন।  এর মধ্যে কেক কাটা, বিশেষ খ্রিস্টযাগ, কীর্তন আনন্দ, পিঠাপুলি তৈরি ও সহভাগিতা, বৈঠক আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

#

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫