|
প্রিন্টের সময়কালঃ ১৭ এপ্রিল ২০২৫ ০৬:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ

তাবলীগ জামাতের বিভক্তি ও আসন্ন ইজতেমা: সরকারের উদ্যোগ


তাবলীগ জামাতের বিভক্তি ও আসন্ন ইজতেমা: সরকারের উদ্যোগ


ঢাকা প্রেস নিউজ

 

ঢাকা, ৩ নভেম্বর: তাবলীগ জামাতের দুই প্রধান গোষ্ঠীর মধ্যে বিভক্তির জেরে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে জটিলতা দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার সক্রিয় হয়েছে।
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে তাবলীগ জামাতের উভয় পক্ষের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণসহ ইজতেমার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে আলোচনা করা হবে।

 

টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা দেশের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশগুলোর একটি। প্রতি বছর লাখ লাখ মুসল্লি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই ইজতেমায় অংশগ্রহণ করেন।

 

তাবলীগ জামাতের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন মতৈক্যের কারণে দুটি প্রধান গোষ্ঠীতে বিভক্তি দেখা দিয়েছে। এই বিভক্তির ফলে ইজতেমার আয়োজন নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।

 

সরকার এই পরিস্থিতিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং ইজতেমা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এই বৈঠকের মাধ্যমে সরকার উভয় পক্ষকে একসাথে এনে সমাধানের পথ খুঁজতে চাইছে।

 

আশা করা যায়, সরকারের এই উদ্যোগের ফলে তাবলীগ জামাতের দুই গোষ্ঠীর মধ্যে সমঝোতা স্থাপিত হবে এবং আসন্ন বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫