|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ মার্চ ২০২৫ ০৬:৪২ অপরাহ্ণ

জরুরি অবস্থা জারির গুজব ভিত্তিহীন: স্বরাষ্ট্র সচিব


জরুরি অবস্থা জারির গুজব ভিত্তিহীন: স্বরাষ্ট্র সচিব


ঢাকা প্রেস নিউজ

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে ছড়ানো গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি স্পষ্ট করে জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। তাই জরুরি অবস্থা জারির কোনো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ‘এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই, এটি শুধুই গুজব।’
 

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 

এর আগে, রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে বলে একটি গুজব ছড়িয়ে পড়ে। বিশেষ করে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে এ নিয়ে নানা তথ্য প্রচার হতে দেখা যায়। কেউ কেউ এমনটিও দাবি করেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই দেশে ফিরে আসছেন।
 

সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকরা এই গুজব সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কার কোনো তথ্য আমার কাছে নেই। স্বাভাবিক ঝুঁকি যেমন থাকে, তেমনটাই রয়েছে। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, এবং স্থিতিশীলতা বজায় রাখতে আমরা সবাই সতর্ক আছি।’
 

এছাড়া, তিনি জানান, ঈদের পর ঢাকায় অবস্থিত হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে অস্ট্রেলিয়া।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫