|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৪:২৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫৭ অপরাহ্ণ

দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: তারেক রহমান


দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: তারেক রহমান


ঢাকা প্রেস
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:-



কিশোরগঞ্জের জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “শহীদদের আত্মত্যাগের মূল্য দিতে হলে আমাদের সকলকে এক হতে হবে।”

 

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এই সমাবেশে তিনি আরও বলেন, “আগামীতে ক্ষমতায় আসলে বিএনপি প্রত্যেক পরিবারকে খাদ্য সহযোগিতা হিসেবে ফ্যামিলি কার্ড দেবে। এই কার্ডের মাধ্যমে গৃহিণীরা তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন।”
 

তারেক রহমান জোর দিয়ে বলেন, “রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনার পাশাপাশি দেশের অর্থনৈতিক মুক্তির জন্যও সকলকে এক হয়ে কাজ করতে হবে। জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।”
 

তিনি জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বলেন, “তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে হলে আমাদের অবিচল থাকতে হবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫