|
প্রিন্টের সময়কালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০৯:১০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৫ ০৫:২৪ অপরাহ্ণ

চিলমারীতে ৭ জেলের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


চিলমারীতে ৭ জেলের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-



কুড়িগ্রামের চিলমারীর ভারতের কারাগারে আটক থাকা ৭ বাংলাদেশী ৭জেলের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মাছ ধরতে গিয়ে ভারতের কারাগারে প্রায় ৭মাস থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৫ জন ও রৌমারীর ২ জন, মোট ৭ জন জেলের দ্রুত মুক্তিসহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে দাবি জানিয়েন ভুক্তভুগির পরিবারের লোকজন ।

রবিবার (২৭ শে এপ্রিল) উপজেলা পরিষদ গেটের সামনে, বিকাল ৪ টার দিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

চিলমারী সাংবাদিক ফোরামের আয়োজনে মানববন্ধনে অংশ নেন আটককৃত জেলে পরিবারের সদস্যরা, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিসহ বিভিন্ন পেশাজীবি মানুষেরা। চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ মাহফুজার রহমান মন্জু, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম জুয়েল, মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারী উপজেলা সভাপতি সহ- অধ্যাপক ফজলুল হক, চিলমারী সাংবাদিক ফোরাম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম, ইউপি সদস্য রুকুনুজ্জামান স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের চিলমারী প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, সাব্বির হোসেন, আব্দুর রহমান পারভেজ, রেজাউল করিম, আটক জেলে বকুল মিয়ার স্ত্রী সানজিদা বেগম, মির জাহানের ছেলে আবু বক্কর সিদ্দিক, বিপ্লব মিয়ার স্ত্রী কাজলি বেগমসহ আরও অনেকে বক্তব্য রাখেন। তারা সবাই বলেন, তাদের ছেলে, পিতা ও স্বামীকে ভারতের জেলে গত ৭ মাস থেকে আটকে রাখা হয়েছে। তাদের ছেলে-মেয়েরা তাদের জন্য অসুস্থ হয়ে পড়েছে, তাদের পরিবারের অভিভাবক   না থাকায় ছেলে-মেয়েদের লেখা-পড়ার অনেক সমস্যা হচ্ছে। তাদের একমাত্র উপার্জনের ব্যাক্তি ছিল তাদের ছেলে বা স্বামীরা, তারা না থাকায় তাদের পরিবারের লোকজন এখন মানবেতর জীবনযাপন করছে। তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এবং পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে ৭ জেলের মুক্তির জন্য অনুরোধ এবং দাবি জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫