গোয়ালঘর-বসতভিটা ও গবাদিপশু আগুনে পুড়ে ছাই

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি গরু ও তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (০২ মার্চ) রাতে উপজেলার বজরা ইউনিয়নের দক্ষিণ বীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কৃষক ফরিদুল ইসলাম কাজের সুবাদে ছোট ছেলেসহ ঢাকায় থাকেন। তার স্ত্রী প্রতিদিনের ন্যায় গত রবিবার সন্ধ্যায় তার গোয়ালঘরে একটি গর্ভবতি গাভী ও দুইটি ষাঁড় বেঁধে রাতে ঘুমাতে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পায় গোয়াল ঘরে আগুন জ্বলছে। গরুগুলো গোয়ালঘরে বাঁধা থাকায় বের হতে পারেনি। আশপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এলাকাবাসী দীর্ঘ প্রচেষ্টার পরও আগুন নিভাতে ব্যর্থ হয় এবং ততক্ষণে গোয়ালঘরসহ তিনটি কক্ষ, তিনটি গরু, ধান-চাল, আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বজরা থেকে নিকটবর্তী হওয়ায় পার্শবর্তী পার্শ্ববর্তী চিলমারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।
ক্ষতিগ্রস্ত কৃষকের স্ত্রী রাশেদা বেগম জানান, আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সর্বস্বান্ত হয়ে গেছি। আজ কি খাবো, কি পড়বো? কিছুই নাই। বাড়ি-ঘর, গরু, ধান-চাল, আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে চিলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নারায়ণ চন্দ্র বর্মা বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ওই এলাকায় পৌঁছাই তবে রাস্তা না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫