কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াতপন্থী সকল প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন না। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। সোমবার ছিল চূড়ান্ত তালিকা প্রকাশের নির্ধারিত দিন। যেহেতু প্রতিটি পদে একক প্রার্থী ছিলেন, তাই নিয়ম অনুযায়ী তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, যার অনুযায়ী ৬ মার্চ ভোটগ্রহণের কথা ছিল। তবে একাধিক মামলার কারণে এ বছর আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা নির্বাচনে অংশ নিতে পারেননি।
আইনজীবী সমিতির সর্বশেষ সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন জানান, গত বছরের ৩ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগে তাঁকে ও সাধারণ সম্পাদকসহ ৩২ জন আওয়ামী লীগপন্থী আইনজীবীকে আসামি করা হয়। ফলে তারা মনোনয়নপত্র সংগ্রহের জন্য আদালত চত্বরে যাওয়ার সুযোগ পাননি এবং নিরাপত্তা নিয়েও শঙ্কিত ছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী মফিজুল ইসলাম। তিনি বলেন, "যারা নির্ধারিত ফি জমা দিয়েছেন এবং বৈধ ভোটার ছিলেন, তারাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগপন্থী প্রার্থীরা চাইলে আদালতে এসে ফরম নিতে পারতেন।"