উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নতুন রূপে সাজতে পারে বাংলাদেশ দল। শনিবার দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের উদ্বোধনী ম্যাচ। এই ম্যাচে অভিজ্ঞ সৌম্য সরকার ও নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়েই একাদশ গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটে রান না পাওয়ায় তানজিদ তামিমকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তার জায়গায় সুযোগ পেয়েও শেষ ম্যাচে ব্যর্থ হন নাঈম শেখ, যিনি এবার ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন। ফলে ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।
নাজমুল হোসেন শান্ত ব্যাটিং অর্ডারের তিন নম্বর স্থানে তার জায়গা ধরে রাখছেন। চার নম্বরে দেখা যেতে পারে নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কনকে। যদি অঙ্কন একাদশে জায়গা পান, তাহলে তাওহীদ হৃদয়কে বাইরে বসতে হতে পারে। পাঁচ নম্বরে আগের মতোই থাকবেন মেহেদী হাসান মিরাজ। লোয়ার মিডল অর্ডারে দায়িত্ব থাকবে জাকের আলী ও নুরুল হাসান সোহানের কাঁধে।
মিরপুরের কালো মাটির উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়। তাই তিন স্পিনার নিয়ে নামার সম্ভাবনা প্রবল। বাঁহাতি তানভীর ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে বল ঘুরাবেন মেহেদী মিরাজ। পেস আক্রমণে থাকবেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। সহায়ক ভূমিকা রাখতে পারেন সৌম্য সরকার ও সাইফ হাসান।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দল নামবে পেস অলরাউন্ডারে ভর করে গড়া একাদশ নিয়ে। তাদের দলে রয়েছেন রোমারিও শেইফার্ড, শেরফান রাদারফোর্ড ও জাস্টিন গ্রেভসের মতো পেস অলরাউন্ডার। স্পিন অলরাউন্ডার রোস্টন চেজের সঙ্গে নিয়মিত স্পিনার হিসেবে থাকবেন গুডাকেশ মোতি। পেস বিভাগে আছেন সামার জোসেপ ও জাইডেন সিলস। ব্যাটিংয়ে ওপেনিং করবেন ব্রেন্ডন কিং ও আলিস আথানজে, তিনে কেসি কার্টি এবং চারে নেতৃত্ব দেবেন অধিনায়ক শেই হোপ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ:
ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, রোমারিও শেইফার্ড, গুডাকেশ মোতি, জাইডেন সিলস, সামার জোসেপ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫