|
প্রিন্টের সময়কালঃ ২০ জানুয়ারি ২০২৫ ০২:৩৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জানুয়ারি ২০২৫ ০৩:৩৩ অপরাহ্ণ

সরকার সুষ্ঠু নির্বাচন দিতে কাজ করছে: সড়ক উপদেষ্টা


সরকার সুষ্ঠু নির্বাচন দিতে কাজ করছে: সড়ক উপদেষ্টা


ঢাকা প্রেস নিউজ

 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিগত তিনটি নির্বাচনে জনগণ সঠিকভাবে ভোট প্রদান করতে পারেনি। তবে, বর্তমান অন্তর্বর্তী সরকার সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকার একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।
 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বোট ক্লাবে চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
 

ড. ফাওজুল কবির খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "ক্রিয়েটিভ এবং কম্পিউটারে দক্ষ শিক্ষার্থীরা সফল হবে। যদিও আপনার কাছে ডিগ্রি রয়েছে, তবে আপনাকে বাজারে আপনার দক্ষতা প্রমাণ করতে হবে। অন্যের কাজ থেকে শিখুন এবং মূল্যবোধ নিয়ে নিজেকে দক্ষ করে তুলুন।"
 

ড. মুহাম্মদ ফাওজুল কবির খান সমাবর্তনে রাষ্ট্রপতির পক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতা কামনা করেন।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিল্পগ্রুপ ইয়ংওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) কিহাক সুংধ।
 

বক্তারা গ্র্যাজুয়েটদের জন্য শুভকামনা জানান এবং তাদের কর্মজীবনে সাফল্যের জন্য প্রজ্ঞা ও মেধা নিয়ে এগিয়ে যেতে উৎসাহিত করেন।
 

সমাবর্তনে সিআইইউ’র বিভিন্ন অনুষদের মোট ২,১৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে ১,৪৫২ জন শিক্ষার্থী ব্যবসায়, প্রকৌশল, আইন ও লিবারেল আর্টস অনুষদ থেকে স্নাতক এবং ৭৩৭ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে ১৪ জন শিক্ষার্থীকে তাদের অসামান্য কৃতিত্বের জন্য 'টপ অ্যাচিভার্স' অ্যাওয়ার্ড প্রদান করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫