|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ জুলাই ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ

পলাশবাড়ীতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ পিকআপ চালক ও হেলপার গ্রেফতার 


পলাশবাড়ীতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ পিকআপ চালক ও হেলপার গ্রেফতার 


ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন, স্টাফ রিপোর্টার 

 

গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন পিপিএম এর নির্দেশে  পলাশবাড়ী থানা  এলাকায় মাদক জুয়া ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। 
 

এরইধারাবাহিকতায় ১২ জুলাই  শুক্রবার পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর নির্দেশে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম 
 

 পলাশবাড়ী চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে  একটি পিকআপ ও  ২ শ বোতল ফেনসিডিলসহ মমিন মিয়া (২৯) ও রাকিব (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

 

গ্রেফতারকৃত মমিন মিয়া (২৯) রংপুর কোতয়ালী থানা এলাকার নুরপুর গ্রামের হাসান মিয়ার ছেলে ও রাকিব ইসলাম (২০) একই এলাকার রেজাউল করিমের ছেলে। 

 

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান,পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ( মামলা নং-১১/১৫৬, তারিখ-১২/০৭/২০২৪)।

তিনি আরো বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোর্ট  হাজতে প্রেরন করা হয়েছে। 

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫