|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৬:২৫ অপরাহ্ণ

রুবেলকে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে


রুবেলকে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে


ঢাকা প্রেস
রাজশাহী প্রতিনিধি:-


রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলি চালানোর অভিযোগে যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে আদালত দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে দিয়েছেন।

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সল তারেক এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রোববার পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল।
 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমীন জানান, রুবেলের বিরুদ্ধে মোট চারটি মামলা হয়েছে, যার মধ্যে দুটি হত্যা মামলা। গত রোববার একটি হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল এবং আজ অপর হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
 

রাজশাহীতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার যুবলীগ নেতা রুবেলকে দুটি হত্যা মামলায় মোট ১২ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫