৪ রানে ৬ উইকেট হারিয়ে গাজী গ্রুপকে ১০ উইকেটে হারাল রূপগঞ্জ

স্পোর্টস ডেস্ক:-
ঢাকার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিরুদ্ধে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মাত্র ৪ রান তুলতেই তারা হারিয়েছে ৬ উইকেট! শেষ পর্যন্ত ৩৮.৫ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ। শরিফুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ে ধসে পড়ে গাজীর ইনিংস, যেখানে তিনি একাই ৪টি উইকেট নিয়েছেন।
জবাবে রূপগঞ্জ কোনো উইকেট না হারিয়ে জয় পায়। ৩৮ বলে ২৭ রানে সাইফ এবং ৪৬ বলে ৬৫ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন তানজিদ তামিম। ম্যাচসেরা হন লিজেন্ডস অব রূপগঞ্জের শরিফুল ইসলাম।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় গাজী গ্রুপ। শরিফুল ইসলামের অফ স্টাম্পের বাইরের বলকে খোঁচা দিয়ে ক্যাচ তুলে দেন এনামুল হক বিজয়। সেই ওভারের পঞ্চম বলে একইভাবে ফেরেন সালমান হোসেন ইমন। এরপরও বিপর্যয় এড়াতে পারেনি গাজী গ্রুপ। তৃতীয় ওভারের প্রথম বলেই রানআউট হন সাদিকুর রহমান। একই ওভারের চতুর্থ বলে আমিনুল ইসলাম বিপ্লব এবং শেষ বলে শেখ পারভেজ জীবন বোল্ড হন শরিফুলের বলে। চতুর্থ ওভারে রূপগঞ্জের আরেক পেসার তানজিম হাসান সাকিব বোল্ড করেন শামসুর রহমান শুভকে। ফলে মাত্র ৪ রানে ৬ উইকেট হারিয়ে চরম সংকটে পড়ে গাজী গ্রুপ।
এরপর তোফায়েল আহমেদ ও ওয়াসি সিদ্দিকি ৪৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের মনোবল উঁচু করেন। তবে এই পার্টনারশিপ ভাঙেন তানভির ইসলাম। তার বলে বোল্ড হয়ে ফিরে যান তোফায়েল (২৪)। এরপর ওয়াসিও (১৮) লেগ বিফোরের ফাঁদে পড়ে তানভিরের বলে আউট হন। ৯ উইকেট হারিয়ে ৬৫ রানে ধুঁকতে থাকা গাজী গ্রুপকে একশর কাছাকাছি নিয়ে যান আব্দুল গাফফার সাকলাইন। ৫০ বলে ২৬ রানে অপরাজিত থাকেন তিনি। তাকে সঙ্গ দেন মুকিদুল ইসলাম মুগ্ধ (৬*)।
রূপগঞ্জের বোলারদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন শরিফুল ইসলাম। ১০ ওভারে ৩ মেডেনসহ মাত্র ১৪ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। তানভির ইসলাম ২৩ রান খরচায় ৩ উইকেট নেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫