কোর অব ইঞ্জিনিয়ার্স দক্ষতার সঙ্গে কাজ করছে: সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স একটি স্বনামধন্য ও দক্ষ ইউনিট, যারা দেশ-বিদেশে সেতু, সড়ক ও বিভিন্ন অবকাঠামো নির্মাণে অসামান্য দক্ষতার পরিচয় দিচ্ছে।
রোববার (২৬ অক্টোবর) সকালে নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এর উদ্যোগে আয়োজিত কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, “সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধকে মূলমন্ত্র হিসেবে নিয়ে কোর অব ইঞ্জিনিয়ার্স উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। এর আগে তিনি ইসিএসএমই প্রাঙ্গণে পৌঁছালে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং ইসিএসএমই-এর কমান্ড্যান্ট তাকে অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; বিআইআইএসএস-এর মহাপরিচালক; চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট; ইঞ্জিনিয়ার-ইন-চিফ; অ্যাডজুট্যান্ট জেনারেল; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার, বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যমকর্মীরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫