|
প্রিন্টের সময়কালঃ ২১ আগu ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ জুন ২০২৫ ০৩:০৩ অপরাহ্ণ

সালাদ কখন খাওয়া সবচেয়ে উপকারী?


সালাদ কখন খাওয়া সবচেয়ে উপকারী?


অনলাইন ডেস্ক:-
 

সাধারণত আমরা ভাত বা রুটির সঙ্গে সালাদ খাই। তবে অনেকেই প্রতিদিন সালাদ খাওয়ার অভ্যাস বজায় রাখতে পারেন না। অথচ পুষ্টিবিদদের মতে, ভাত বা রুটি খাওয়ার আগে যদি এক বাটি তাজা সালাদ খাওয়া যায়—যার মধ্যে থাকে শসা, টমেটো, পেঁয়াজ, গাজর, ধনেপাতা বা লেটুস পাতা—তাহলে তা শরীরের জন্য অত্যন্ত উপকারী।
 

বিশেষ করে ডায়াবেটিস রোগী কিংবা যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁদের জন্য এই অভ্যাস হতে পারে কার্যকরী একটি স্বাস্থ্যপন্থা।
 

ভারতীয় পুষ্টিবিদ শ্বেতা জানিয়েছেন, খাবার গ্রহণের পর শরীরে তার প্রভাব অনেকাংশে নির্ভর করে ইনসুলিন কীভাবে কাজ করছে এবং রক্তে শর্করার মাত্রা কীভাবে বাড়ছে, তার ওপর। রক্তে হঠাৎ শর্করা বেড়ে যাওয়া শুধু ডায়াবেটিস রোগীদের জন্যই নয়, সাধারণ মানুষদের জন্যও ক্ষতিকর। এটি হঠাৎ করে অতিরিক্ত ক্ষুধা সৃষ্টি করে।
 

শ্বেতার মতে, খাওয়ার আগে এক বাটি সালাদ খেলে শরীরে অধিক পরিমাণ ফাইবার যায়, ফলে দ্রুত পেট ভরে যায়। এতে প্রধান খাবারের পর রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ে, যা ওজন নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক।
 

সুতরাং, খাবারের আগে সালাদ খাওয়ার অভ্যাস গড়লে উপকার পাবেনই।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫