|
প্রিন্টের সময়কালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০৫:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ

অ-১৫ ও পাইওনিয়ার ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উপকমিটি গঠন


অ-১৫ ও পাইওনিয়ার ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উপকমিটি গঠন


ক্রীড়া ডেস্ক (চট্টগ্রাম):

 

আসন্ন সিডিএফএ ক্লাইম্ব অ-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এবং মহানগরী ক্রীড়া সংস্থার ইস্পাহানি পাইওনিয়ার ফুটবল টুর্নামেন্ট–২০২৫-২৬ এ সফল অংশগ্রহণের লক্ষ্যে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ২৫ সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়েছে।
 

গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় একাডেমির অস্থায়ী কার্যালয়ে জেনারেল সেক্রেটারি ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সভাপতিত্বে নির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ উপকমিটি অনুমোদন দেওয়া হয়।
 

নবগঠিত উপকমিটিতে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দোস্ত মোহাম্মদকে চেয়ারম্যান করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইকবাল হোসেন (ভাইস-১) ও মো. আলমগীর (ভাইস-২)। ব্যবস্থাপনা ও সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. খলিলুর রহমান হাওলাদার। টিম ম্যানেজার করা হয়েছে বাবুল হোসেন বাবলাকে এবং সহকারী ম্যানেজারের দায়িত্বে রয়েছেন রাকিব হোসেন।
 

এ ছাড়া সমন্বয়ক সদস্য মো. নাহিদুল ইসলাম নাহিদ, মাঠ সমন্বয়কারী আমির খন্দকার, উপদেষ্টা কোচ মো. আলাউদ্দিন, কোচ সহকারী মো. মামুন, কোচিং সদস্য মো. মুরাদ হোসেন, টেকনিক্যাল কোচ মো. আসলামসহ একাডেমির বিভিন্ন দায়িত্বে একাধিক সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। চিকিৎসা সমন্বয়ক (ফিজিওথেরাপি) হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. উদয়ন কান্তি মিত্র।
 

প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল। উপদেষ্টা পরিষদে আরও রয়েছেন মাহাবুব এলাহী, হাজী মুজিবুল হক বকুল, দেলোয়ার আমিন হারুন, হাজী মুজিবুল হক কোম্পানি, হাজী মো. জাহিদ হোসেন, মো. আশরাফ উদ্দিন, সাইফুর রহমান মিন্টু প্রমুখ।
 

সভায় জানানো হয়, আগামী ২৫ ডিসেম্বর দুপুরে জেলা স্টেডিয়ামে অ-১৫ একাডেমি কাপ ফুটবলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি গ্রুপ-৩ এর ম্যাচে মিরসরাই ফুটবল একাডেমির বিপক্ষে মাঠে নামবে। গঠিত এই উপকমিটি ২০২৫-২৬ সেশন পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫