চিন্ময় গ্রেপ্তারে কলকাতায় বিজেপির প্রতিবাদ বিক্ষোভ

ঢাকা প্রেস,অনলাইন ডেস্ক:-
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের ঘটনায় কলকাতায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাঙ্গণে পোস্টার হাতে এই প্রতিবাদে অংশ নেন বিজেপি বিধায়কেরা।
বিক্ষোভের নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে ৫০-এরও বেশি বিজেপি বিধায়ক প্রতীকী মিছিল করে চিন্ময়ের মুক্তির দাবি জানান। মিছিল শেষে শুভেন্দু গণমাধ্যমকে বলেন, "চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে জামিন দিতে হবে। অন্যথায়, ভারতে থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হবে।"
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী রোববারের মধ্যে বিষয়টি সমাধান না হলে সোমবার থেকে পেট্রাপোল সীমান্ত বন্ধের পথে এগোবেন তাঁরা।
আজ বিকেলে দক্ষিণ কলকাতার বেহালায় এই ঘটনার প্রতিবাদে একটি মশাল মিছিল আয়োজনের কথাও জানান শুভেন্দু। পাশাপাশি, আগামীকাল বুধবার দুপুর তিনটায় কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের অফিসে স্মারকলিপি জমা দিতে যাবেন বিজেপি বিধায়করা। দ্রুত সময়ের মধ্যে হিন্দু সন্ন্যাসীদের নিয়ে একটি বড় মিছিল আয়োজনেরও পরিকল্পনার কথা বলেন তিনি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানান, যতক্ষণ না সনাতনী জাগরণ জোটের মুখপাত্রকে মুক্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫