|
প্রিন্টের সময়কালঃ ০৩ এপ্রিল ২০২৫ ০৯:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ অক্টোবর ২০২৪ ০৫:১২ অপরাহ্ণ

বিনামূল্যে আইটি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উদ্দেশে আইটি স্কলারশিপ দিচ্ছে আইডিবি-বিআইএসইডব্লিউ


বিনামূল্যে আইটি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উদ্দেশে আইটি স্কলারশিপ দিচ্ছে আইডিবি-বিআইএসইডব্লিউ


আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উদ্দেশে আইটি স্কলারশিপের ৬৪তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আহ্বান জানিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। প্রোগ্রামটির অধীনে ১৩টি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করা হবে।

 

গত ১৯ বছর ধরে চলা এ প্রোগ্রামটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইটি প্রোফেশনাল হতে ব্যাপক ভূমিকা রাখছে। সাড়ে আট মাসের এই কোর্সে মোট আসন সংখ্যা ১৬৫টি। গ্র্যাজুয়েট ও ডিপ্লোমাধারীদের বিভিন্ন বিষয়ে ৬৪তম রাউন্ডে প্রশিক্ষণ প্রদান করা হবে। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

সুযোগ-সুবিধা

কোর্সটি প্রায় দুই লাখ টাকা সমমূল্যের, যা একদম বিনামূল্যে করানো হয়। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ। স্নাতক বা ফাজিল পাস এবং মাস্টার্স বা কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও কোর্সটি করার জন্য আবেদন করতে পারবেন।


আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

১৩টি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করা হয়, প্রতি রাউন্ডে আসনসংখ্যা মোট ১৬৫, ঢাকা ও চট্টগ্রামের জন্য আসন যথাক্রমে ১৫০ ও ১৫ এবং চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে হবে। এছাড়া পূর্ববর্তী রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। আর ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য সব কোর্স শুধু ঢাকায় করানো হয়।

 

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে এই https://apply.isdb-bisew.info/ ওয়েবসাইটে ক্লিক করুন। এছাড়া স্কলারশিপ সম্পর্কে জানতে https://www.isdb-bisew.org/ ভিজিট করুন। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫