|
প্রিন্টের সময়কালঃ ২৯ জানুয়ারি ২০২৬ ০৪:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জানুয়ারি ২০২৬ ০২:৩১ অপরাহ্ণ

সেন্টমার্টিন ও টেকনাফে দুটি নতুন বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক


সেন্টমার্টিন ও টেকনাফে দুটি নতুন বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক


মোঃ মোজাম্মেল হক, টেকনাফ উপজেলা প্রতিনিধি:


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনে সেন্টমার্টিন দ্বীপে অবস্থিত সেন্টমার্টিন বিওপি এবং টেকনাফের লেঙ্গুরবিলে নবনির্মিত সী-বিচ বিওপি উদ্বোধন করেছেন।

উদ্বোধনকালে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন দ্বীপে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সৈনিক লাইনসহ নবনির্মিত বিওপির কার্যক্রম পরিদর্শন করেন। তিনি জানান, দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, মনোবল সুদৃঢ়করণ এবং সামগ্রিক অপারেশনাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এই বিওপি নির্মাণ করা হয়েছে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা প্রকাশ করা হয়।

পরবর্তীতে তিনি টেকনাফ উপজেলার লেঙ্গুরবিলে অবস্থিত নবনির্মিত সী-বিচ বিওপি উদ্বোধন করেন। আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত এই বিওপিতে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। নতুন এই সী-বিচ বিওপি উপকূলীয় সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি সদস্যদের নিরাপত্তা, কর্মদক্ষতা ও অপারেশনাল প্রস্তুতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, টেকনাফ উপজেলার দক্ষিণে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপে ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নিরাপত্তার দায়িত্ব পালন করত। পরে দ্বীপটির নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকার কৌশলগত গুরুত্ব ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় ৭ এপ্রিল ২০১৯ তারিখে পুনরায় বর্ডার গার্ড বাংলাদেশ সেখানে মোতায়েন করা হয়। নবনির্মিত সেন্টমার্টিন বিওপি উদ্বোধনের মাধ্যমে দ্বীপটিতে বিজিবির কার্যক্রমের পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬