|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০৪:০৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ এপ্রিল ২০২৫ ০৫:৫৬ অপরাহ্ণ

রাজধানীতে ডিএনসিসির অভিযান: আগারগাঁও ও উত্তরায় চারশ’র বেশি অবৈধ দোকান উচ্ছেদ


রাজধানীতে ডিএনসিসির অভিযান: আগারগাঁও ও উত্তরায় চারশ’র বেশি অবৈধ দোকান উচ্ছেদ


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানীর আগারগাঁও ও উত্তরা এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পৃথক দুটি অভিযানে চার শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
 

বুধবার (১৬ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক কর্মকর্তারা নেতৃত্ব দেন।
 

আগারগাঁওয়ে দুই শতাধিক দোকান উচ্ছেদ.....
আগারগাঁওয়ের শেরেবাংলা নগর এলাকায় ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে, ঢাকা-আরিচা সড়ক পর্যন্ত দুই পাশের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এতে প্রায় দেড় কিলোমিটার সড়ক ও ফুটপাত দখলমুক্ত হয়।

 

উচ্ছেদ হওয়া দোকানগুলোর মধ্যে ছিল বিভিন্ন খাবারের হোটেল, অবৈধ টং দোকান এবং হকারদের অস্থায়ী দোকান।
 

উত্তরায় দেড় কিলোমিটারের বেশি এলাকা দখলমুক্ত.....
একই দিনে উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকায় ডিএনসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।


সুইস গেট থেকে কামারপাড়া পর্যন্ত রানাভোলা সড়কের কাঁচা অংশে গড়ে ওঠা প্রায় ২০০টিরও বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ অভিযানে এক কিলোমিটার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হয়।

 

এই দোকানগুলোর মধ্যে ছিল খাবারের হোটেল, অবৈধ টং দোকান, বাঁশের আড়ত, নার্সারি এবং হকারদের বিভিন্ন দোকান।
 

নিয়মিত অভিযান চলবে.....
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ সম্প্রতি এক গণশুনানিতে ঘোষণা দেন, পহেলা বৈশাখের পর থেকে নিয়মিতভাবে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার অভিযান চালানো হবে। সেই ঘোষণারই বাস্তবায়ন হিসেবে এই অভিযান শুরু হয়েছে।


ডিএনসিসি জানিয়েছে, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫