|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জুলাই ২০২৪ ০১:৫৬ অপরাহ্ণ

লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় রাতভর ইসরায়েলি বিমান হামলা


লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় রাতভর ইসরায়েলি বিমান হামলা


লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের আইতা আল শাবাবেও ইসরায়েল বাহিনী হামলা চালিয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে এক পোস্টে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর ভবনসহ তাদের অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে।  ইসরায়েলের চালানো সর্বশেষ হামলায় কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। হিজবুল্লাহর পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি।


সম্প্রতি লেবাননের বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যেকোনো সময় দুই পক্ষের মধ্যে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হতে পারে। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসময় ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ জানায়, গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাবো আমরা। এরপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।  


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫