পাবনায় ছেলেসহ পুত্রবধূর হাতে নির্যাতনের শিকার বৃদ্ধা, আটক ৫

মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-
পাবনার সাঁথিয়ায় পারিবারিক বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর নির্মম নির্যাতনের শিকার হয়েছেন ৭৫ বছর বয়সী কাঞ্চন খাতুন। শনিবার বিকেলে উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রথমে পুত্রবধূ সোনালি খাতুন (৪০) বৃদ্ধাকে মাটিতে ফেলে মারধর শুরু করেন। কিছুক্ষণ পর ছেলে নজরুল ইসলাম (৪৫) এসে মায়ের গলা চেপে ধরেন এবং একপর্যায়ে তাকে মাটিতে আছড়ে ফেলেন।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। পরে সাঁথিয়া থানা পুলিশ ও সেনা ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে নজরুল-সোনালি দম্পতিসহ পাঁচজনকে আটক করেন। অন্য তিনজন হলেন—সোনালির ভাই মনিরুজ্জামান (৪২), বোন ফরিদা খাতুন (৩৮) ও মুরশিদা খাতুন (৩৬)।
ভুক্তভোগীর মেয়ে আম্বিয়া খাতুন জানান, ‘পারিবারিক বিষয়ে কিছু ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটে। ভাবি (সোনালি) মায়ের নামে অপপ্রচার শুনে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে, পরে ভাইও যোগ দেয়। বর্তমানে মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’
ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রথমে পুত্রবধূ সোনালি বৃদ্ধাকে মারধর করেন। পরে ছেলে নজরুল এসে মায়ের গলা চেপে ধরেন এবং তাকে তুলে মাটিতে আছড়ে ফেলেন।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, ভুক্তভোগীর মেয়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আটক পাঁচজনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না জানান, ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি প্রশাসনের নজরে আসে। পুলিশ অভিযানে গেলে স্থানীয়রা কিছুটা বাধা সৃষ্টি করেছিল। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে অভিযুক্তদের আটক করে থানায় হস্তান্তর করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫