|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৫ ০১:২২ অপরাহ্ণ

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে জেলা বিএনপি নেতার সংবাদ সম্মেলন


স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে জেলা বিএনপি নেতার সংবাদ সম্মেলন


মুন্সীগঞ্জ প্রতিনিধি:-

 


স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর এক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতা শেখ মো. আব্দুল্লাহ। সোমবার বিকেলে সিরাজদিখান উপজেলার শেখরনগর উপ-স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 

সংবাদ সম্মেলনে শেখ মো. আব্দুল্লাহ অভিযোগ করেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকৃত ঘটনা না জেনে আমাকে এবং আমার দুই ভাইকে জড়িয়ে অসহযোগিতার অভিযোগ করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
 

তিনি আরও বলেন, “২০০৯ সালে শেখরনগরে ২০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা থাকলেও জমি সংক্রান্ত জটিলতায় প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বিএনপি নেতাদের ইচ্ছার কোনো প্রভাব ছিল না। সে সময়ের বাস্তবতা না বুঝেই উপদেষ্টা এ ধরনের মন্তব্য করেছেন।”
 

এ সময় স্থানীয় কয়েকজন নেতাকর্মীও বক্তব্য রাখেন। তারা উপদেষ্টার বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ ও ‘অপ্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেন এবং দ্রুত তা প্রত্যাহার ও সংশোধনের দাবি জানান।
 

উল্লেখ্য, গত শনিবার মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ মো. আব্দুল্লাহ ও তার ভাইদের বিরুদ্ধে হাসপাতাল নির্মাণে অসহযোগিতার অভিযোগ আনেন। তার এই মন্তব্যকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫