মাদারগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:-
অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ২ টায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পুকুরে চারা মাছ অবমুক্ত করা হয় পরে খরকা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরুস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার (অ.দা.) জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, প্রাণী সম্পদ অফিসার ডাঃ রিজভী আহম্মেদ,উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল।
সমবায় অফিসার হাবিবুর রহমান, মাদারগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এস এম হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মৎস্যজিবী শেখ মোঃ ইব্রাহিম প্রমূখ। সঞ্চালনায় উপজেলা মৎস্য অফিসের (এফ.এ) শেখ আল আমিন। পরে ৩ জন সফল মৎস্যজীবিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫