|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জুন ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ

নিউজিন্যান্ডকে ৮৪ রানের বিশাল ব্যাব্ধানে হারাল আফগানিস্তান


নিউজিন্যান্ডকে ৮৪ রানের বিশাল ব্যাব্ধানে হারাল আফগানিস্তান


নিউজিল্যান্ডকে  ১৬০ রানের টার্গেট দেয় আফগানিস্তান । রহমানউল্লাহ গুরবাজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ৫৬ বলে ৮০ রানের। এই ম্যাচের সেরা খেলোয়ারও হন গুরবাজ। ৮৪ রানের বিশাল জয় পায় আফগানিস্তান। 

আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে উদ্বোধনী জুটিতে ১০৩ রান যোগ করেন জাদরান ও গুরবাজ। ব্যক্তিগত ৪৪ রানে ম্যাট হেনরির বলে জাদরান বোল্ড হলে ভাঙে এ জুটি। সঙ্গী না পারলেও অনবদ্য এক ফিফটি তুলে নেন গুরবাজ। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন তিনি।

এরপর তিনে নামা আজমতউল্লাহ ওমরজাই ২২ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি এবং লকি ফার্গুসন একটি উইকেট শিকার করেন।
আজ, বল হাতে জ্বলে ওঠে ফজল হক ফারুকি ও অধিনায়ক রশিদ খান। দু’জন মিলে ধসিয়ে দেন কিউই ব্যাটারদের লাইনআপ। 

বোলিংয়ে এসে প্রথম বলেই ফিন অ্যালেনকে বোল্ড করে শুরুতেই দলকে এগিয়ে নেন ফারুকি। এই বাঁহাতি পেসার পরের ২ ওভারে তুলে নেন আরও ২ উইকেট। তাতে পাওয়ার প্লে’তে নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ২৮ রান।

শুরুর ওই ধাক্কার পর আফগান বোলিং সামলাতে পারেনি কিউইরা। বোলিংয়ে এসে তাদের আরও কঠিন পরীক্ষায় ফেলেন রশিদ খান। স্পেলের প্রথম বলেই তার শিকার কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এক ওভার পর টানা দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন তিনি। তবে সেটি আর হয়নি।

এরপর বোলিংয়ে এসে দশম ওভারে ফিলিপসের উইকেট তুলে নেন নবী। ইনিংসের অর্ধেকতম ওভারে নিউজিল্যান্ডের ব্যাটিং স্কোরবোর্ডের চিত্র দাঁড়ায় ৫৪ রানে ৭। সেখান থেকে আর ফিরে আসতে পারেনি কিউইরা। পরের ব্যাটাররা স্কোরবোর্ডে অল্প কিছু রান যোগ করে শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫