|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৬:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ মে ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ

অনুসারী কম থাকায় ছবি থেকে বাদ: এল ফ্যানিং


অনুসারী কম থাকায় ছবি থেকে বাদ: এল ফ্যানিং


বি থেকে বাদ পড়ার নানা কারণের কথাই জানা যায়। তাই বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী কম—এই অজুহাতে সিনেমা থেকে বাদ পড়া! তা–ও আবার হলিউডে! অথচ এই সময়ের আলোচিত অভিনেত্রী এল ফ্যানিংয়ের সঙ্গে ঠিক এমনটাই ঘটেছিল। সম্প্রতি ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে এ কথা নিজেই জানিয়েছেন ২৫ বছর বয়সী অভিনেত্রী।

ডিজনির সিনেমা ‘ম্যালফিসেন্ট’-এর দুই কিস্তি ছাড়া এল ফ্যানিংকে সেভাবে বড় বাজেট বা সুপারহিরো সিনেমায় দেখা যায়নি।

তবে তাঁর সময়ের অনেক অভিনেত্রীই ‘স্টার ওয়ারস’ বা ‘মার্ভেল’–এর সিনেমায় অভিনয় করেছেন। এটা নিয়ে চাপে আছেন কি না, এ প্রশ্নের উত্তরে পডকাস্টে ফ্যানিং বলেন, ‘মার্ভেল বা ডিসির সিনেমা করতেই হবে—এমন কোনো চাপ আমি বোধ করি না। তবে কখনোই করব না, এ কথাই–বা কে বলতে পারে।’


এই পডকাস্টেই ফ্যানিং জানান, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির একটি সিনেমার জন্য অডিশন দিয়েছিলেন তিনি। তবে অদ্ভুত কারণে ছবিটি থেকে বাদ পড়েন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জানতে পেরেছিলাম, আমার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা কম হওয়ায় ছবিটি থেকে বাদ দেওয়া হয়।’

এখন এল ফ্যানিংয়ের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৭০ লাখ। অভিনেত্রী এখন আলোচনায় ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে মুক্তি পাওয়া সিরিজ ‘দ্য গ্রেট’ নিয়ে। গত ১২ মে মুক্তি পেয়েছে রাশিয়ার সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথরিনকে নিয়ে নির্মিত সিরিজটির তৃতীয় কিস্তি। 

তবে ছবি হাতছাড়া হওয়ার আফসোস ফ্যানিং কিছুটা ভুলতে পারেন ‘দ্য গ্রেট’–এর সহকর্মী নিকোলাস হল্টকে দেখে। কিছুদিন আগেই ব্রিটিশ দৈনিক ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ‘দ্য ব্যাটম্যান’, ‘টপ গান: ম্যাভেরিক’-এর মতো সিনেমা থেকে বাদ পড়ার কথা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫