|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫৬ অপরাহ্ণ

বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর


বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর


শরীয়তপুর প্রতিনিধি:-


 

শরীয়তপুরের জাজিরা উপজেলার বালিয়াকান্দি এলাকায় বন্যপ্রাণী থেকে ফসল রক্ষার উদ্দেশ্যে তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। শনিবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন- ইদ্রিস খাঁ (৬৫) এবং তার স্ত্রী শেফালী বেগম (৬০)।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস খাঁ সম্প্রতি তার বাড়ির পাশের জমিতে ভুট্টা চাষ শুরু করেন। জমির ফসল সুরক্ষিত রাখতে তিনি বৈদ্যুতিক সংযোগ দিয়ে একটি ফাঁদ তৈরি করেছিলেন, যাতে বন্যপ্রাণী, বিশেষত সজারু, ফসল নষ্ট করতে না পারে।
 

শনিবার সকালে জমিতে প্রবেশের আগে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করেই তারা সেখানে যান। এসময় অসাবধানতাবশত প্রথমে ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্বামীকে রক্ষা করতে গিয়ে শেফালী বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুজনেই মারা যান। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
 

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বিদ্যুৎ সংযোগ ব্যবহারের সচেতনতা না বাড়ালে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫