তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবার ওপর হামলা, বিক্ষোভ মিছিল

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুল রহমান বাচ্চুর ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর মোল্লা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা চালায়। এ সময় মাহফুজ আলমের বাবা বাচ্চু মোল্লা বাধা দেওয়ার চেষ্টা করলে এক পক্ষ ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি হাতে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জু বলেন, ‘আমি রাজনীতি করে কখনো কারও ক্ষতি করিনি। এরপরও আমাকে পালিয়ে থাকতে হচ্ছে। অসুস্থ মাকে দেখতে বিকেলে বাড়িতে আসি। তখন বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। আমি এর আগেই বাড়ি থেকে বের হয়ে যাই। হামলার সময় বাচ্চু কাকা বাধা দিলে তিনি আক্রান্ত হন।’
আজিজুল রহমান বাচ্চুর পরিবারের এক সদস্য জানান, বর্তমানে তিনি সুস্থ আছেন এবং বাড়িতেই অবস্থান করছেন।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘বাচ্চু মোল্লার বাড়ির সামনে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে এক পক্ষ ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করে। এতে তিনি হাতে আঘাত পান এবং তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি বাড়িতে আছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা পড়েনি।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫