|
প্রিন্টের সময়কালঃ ০১ জানুয়ারি ২০২৬ ০৩:২৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৬ ১২:১০ অপরাহ্ণ

ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন জামায়াতের আমির


ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন জামায়াতের আমির


ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
 

বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ উল্লেখ করে বৃহস্পতিবার সকাল ৯টা ১৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি। পোস্টে ডা. শফিকুর রহমান জানান, সাক্ষাৎকার চলাকালে রয়টার্সের এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন—ভারত প্রতিবেশী দেশ হওয়ায় তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, আলোচনা বা বৈঠক হয়েছে কি না।
 

এর জবাবে তিনি বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা কাটিয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের অনেক ব্যক্তি ও কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনীতিকদের মতো সে সময় ভারতের দুজন কূটনীতিকও সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় যান এবং তাদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয়।
 

পোস্টে জামায়াতের আমির আরও জানান, তিনি সংশ্লিষ্ট কূটনীতিকদের স্পষ্ট করে বলেছিলেন যে, যেসব কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সে তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং ভারতীয় কূটনীতিকদের এই সাক্ষাৎও প্রকাশ্যে আনার ইচ্ছা ছিল। তবে তারা তখন বিষয়টি প্রচারে না দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আনা হবে এবং সেখানে গোপনীয়তার কোনো বিষয় নেই।
 

এ বিষয়ে কিছু দেশীয় গণমাধ্যমে ‘গোপন বৈঠক’ শিরোনামে সংবাদ প্রকাশে বিস্ময় প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, এ ধরনের বিভ্রান্তিকর সংবাদের তিনি তীব্র নিন্দা জানান। একই সঙ্গে ভবিষ্যতে প্রকৃত তথ্য যাচাই না করে এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬