জনবান্ধব নীতি প্রনয়নে সঠিক উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কারভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ঢাকা প্রেস,বিশেষ প্রতিনিধি:-
ইউএনডিপির আয়োজনে ২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার ‘জনবান্ধব নীতি প্রনয়নে সঠিক উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কারভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহায়তায় ইউএনডিপি এর স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিজ অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের আওতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির গবেষণা সহায়তায় প্রথম আলোর সাথে যৌথভাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. সেলিম রায়হান, নির্বাহী পরিচালক, সানেম (সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং)। উক্ত আলোচনায় আরো অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট ক্ষেত্রের নাগরিক সমাজ সংস্থা, একাডেমিক ব্যক্তিত্ব, সরকারি এবং বেসরকারি সংস্থার অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং ইউএনডিপি এর প্রতিনিধিবৃন্দ।
বিশেষজ্ঞ আলোচকবৃন্দ ডেটা ম্যানিপুলেশন বন্ধ, বর্তমান তথ্য সংগ্রহ পদ্ধতির কার্যকারিতা, তথ্য সংগ্রহের বর্তমান পদ্ধতিগত সমস্যাদি এবং একটি স্বায়ত্তশাসিত জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও) এবং একটি স্বাধীন ডেটা কমিশন গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও, বিশেষজ্ঞরা সঠিক ডেটা সংগ্রহ, জনসাধারণের মধ্যে জবাবদিহিতা নিশ্চিতে মিডিয়ার ভূমিকা নিয়েও কথা বলেন। পাশাপাশি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপর নাগরিকদের বিশ্বাসযোগ্যতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ ও প্রস্তাব প্রণয়নে বক্তারা গুরুত্বারোপ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫