যুদ্ধের হুমকি সবসময়ই ঘিরে থাকে, প্রস্তুতি না থাকলে তা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্ব পরিস্থিতির বাস্তবতায় যুদ্ধের জন্য প্রস্তুতি না রাখা আত্মঘাতী। তিনি বলেন, “আমি যুদ্ধবিরোধী, তবে এমন একটি বিশ্বে আমরা বসবাস করি যেখানে যুদ্ধের আশঙ্কা সবসময়ই রয়েছে। তাই এই পরিস্থিতিতে প্রস্তুতি না নিলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।”
বুধবার (৩০ এপ্রিল) ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন, পেশাগতভাবে দক্ষ এবং যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, “যুদ্ধের প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে ঠেলে দেয়, এ বিষয়ে আমার আপত্তি আছে। তবে যখন হুমকি ঘনিয়ে আসে, তখন পূর্ণ প্রস্তুতি ছাড়া উপায় থাকে না।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “বিমান বাহিনী এখন বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে চলছে। তারা দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আত্মনির্ভরতার পরিচয় দিয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি সংগ্রহে সরকার বিমান বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করছে।”
দেশের অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বিগত সরকারের অব্যবস্থাপনার কারণে অর্থনীতি দুর্বল হয়েছে, অনেকাংশেই লুটপাট হয়েছে। এই পরিস্থিতিতে সব দিক থেকেই আমাদের প্রস্তুত থাকতে হবে। এতে জনগণের সাহস বাড়বে, তরুণ প্রজন্মও অনুপ্রাণিত হবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫