এভাবে খেললে বিশ্বকাপে ভালো করা কঠিন: হাবিবুল বাশার

ঢাকা প্রেসঃ
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেটের হারের পর হতাশ হাবিবুল বাশার। সাবেক অধিনায়ক মনে করেন, এই হার বাংলাদেশের জন্য একটা 'রিয়েলিটি চেক'।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পরও ভালো ক্রিকেট খেলেনি বাংলাদেশ বলে মত বাশারের। তার মতে, যুক্তরাষ্ট্র জিম্বাবুয়ের চেয়েও অনেক ভালো দল।
হাবিবুল বাশার দুর্বল ব্যাটিং ও বোলিংকে দায়ী করছেন এই হারের জন্য। টি-টোয়েন্টিতে জিততে হলে ১৮০-১৯০ রান করতে হবে বলে মনে করেন তিনি। গত ম্যাচের উইকেট স্লো থাকলেও ১৭০ রান করা সম্ভব ছিল বলে মন্তব্য তার।
বাশার খেলোয়াড়দের জেগে উঠার আহ্বান জানিয়েছেন। এই হার থেকে শিক্ষা নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন তিনি। 'এভাবে খেললে বিশ্বকাপে ভালো করা কঠিন' বলে সতর্ক করেছেন সাবেক অধিনায়ক।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫