|
প্রিন্টের সময়কালঃ ০৩ নভেম্বর ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ নভেম্বর ২০২৫ ১২:০০ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের বৈঠক : নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি জোরদারের নির্দেশ


প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের বৈঠক : নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি জোরদারের নির্দেশ


আবুল কালাম আজাদ ভূঁইয়াঃ-


 

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে তিন বাহিনীর প্রধানদের সর্বাত্মক প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
 

শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
 

বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় নিরাপত্তা বজায় রাখতে তিন বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বলেন,

“গত ১৫ মাসে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আসন্ন নির্বাচনেও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।”

তিনি আরও বলেন,

“ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।”

বৈঠকে তিন বাহিনীর প্রধানরা জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীগুলোর প্রস্তুতি প্রায় সম্পন্ন। নির্বাচনের সময় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং বিমানবাহিনীর সদস্যদের একটি অংশ মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি করে সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
 

বৈঠকের শেষ পর্যায়ে তিন বাহিনীর প্রধানরা আসন্ন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫