|
প্রিন্টের সময়কালঃ ২০ আগu ২০২৫ ০১:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ জুন ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ

হজ শেষে দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন হাজি


হজ শেষে দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন হাজি


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

পবিত্র হজ পালন শেষে বুধবার (২৫ জুন) রাত পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৬ হাজার ৬০৮ জন হাজি।
 

বৃহস্পতিবার (২৬ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
 

হাজিদের দেশে ফেরাতে এখন পর্যন্ত মোট ১৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৫৮টি, সাউদিয়া এয়ারলাইনস ৫৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট। এ তিনটি এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন যথাক্রমে ২২ হাজার ১৪৯ জন, ২১ হাজার ২৫ জন এবং ৮ হাজার ৪৪১ জন হাজি।
 

হজ পালনকালে সৌদি আরবে ৩৮ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাঁদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃত্যুর স্থান অনুযায়ী ২৫ জন মারা গেছেন মক্কায়, ১১ জন মদিনায় এবং জেদ্দা ও আরাফায় ১ জন করে।
 

এছাড়া, সৌদি আরবের সরকারি হাসপাতালগুলো এখন পর্যন্ত ৩০৮ জন বাংলাদেশি হাজিকে চিকিৎসা সেবা দিয়েছে, যাদের মধ্যে এখনও ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
 

উল্লেখ্য, হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণ করবে আগামী ১০ জুলাই।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫