|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ অক্টোবর ২০২৪ ০৪:৩৮ অপরাহ্ণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকে ভারতে পালিয়েছেন: বিজিবি


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকে ভারতে পালিয়েছেন: বিজিবি


ঢাকা প্রেস নিউজ


 

সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে পালিয়েছেন। এই তথ্য বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
 

তিনি জানান, বিজিবি ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধী ২২ জন কর্মীকে গ্রেপ্তার করেছে। তবে সাবেক মন্ত্রীসহ অন্যদের পলায়নের বিষয়ে তদন্ত চলছে। কোন সীমান্ত দিয়ে তারা পালিয়েছে, সেটি এখনও স্পষ্ট নয়।
 

ডিজি বলেন, "দেশ থেকে পালানোর ঘটনায় বিজিবির দায় আছে। তবে শুধু কি বিজিবিই দায়বদ্ধ? কোন সীমান্ত দিয়ে কে পালিয়ে গেছেন তা অবশ্যই তদন্ত করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।"
 

তিনি আরও বলেন, "সীমান্তপথে পালানো রোধে বিজিবিকে সহায়তা করুন" বলে গত ৬ আগস্ট টিভিতে যে স্ক্রল দেখেছেন এই নির্দেশনা বিজিবিকে কেউ দেয়নি। নিজ উদ্যোগে করেছি, তখন থেকে আমরা চেষ্টা করছি। যেসব সংস্থা তথ্য দেওয়ার আছে তারাও যদি তথ্য দেন, তাহলে কাজটা সহজ হয়।"
 

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মনে করেন, সবাই পালিয়ে গেছে এমন নয়। অনেকে দেশের মধ্যেই আত্মগোপনে থাকতে পারে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ইয়াবা ব্যবসায়ী বদি মিয়ানমার পালানোর খবর ছড়ালেও পরে তাকে শীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে।
 

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমরা পালানো রোধে বদ্ধপরিকর। ব্যবস্থা নেবো। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে, তাহলে বিজিবির সঙ্গে শেয়ার করুন।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫