বিচার বিভাগে নতুন নীতিমালা ও আইন: প্রধান বিচারপতির ঘোষণা

ঢাকা প্রেস নিউজ
সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য নতুন নীতিমালা ও সুনির্দিষ্ট আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
শনিবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের মূল ভবনে आयোজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এই অনুষ্ঠানে দেশের অধস্তন আদালতের প্রায় দুই হাজার বিচারক উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি জরুরি ভিত্তিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, এই বিষয়ে আইন মন্ত্রণালয়ে দ্রুত প্রস্তাব পাঠানো হবে।
অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এবং বিচার বিভাগ সংস্কারসংক্রান্ত কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানও বক্তব্য রাখেন।
উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ১০ আগস্ট সৈয়দ রেফাত আহমেদকে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করতে বাধ্য হন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫