|
প্রিন্টের সময়কালঃ ০৯ জুলাই ২০২৫ ০১:৪১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জুলাই ২০২৫ ০২:১৮ অপরাহ্ণ

বিগত তিন নির্বাচনকে ভালো বলাদের পর্যবেক্ষণ ছাড়: সিইসি


বিগত তিন নির্বাচনকে ভালো বলাদের পর্যবেক্ষণ ছাড়: সিইসি


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক অংশ নেবেন। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন সংস্থা চিঠি দিয়ে আগ্রহ জানিয়েছে। তবে বিগত তিনটি নির্বাচনকে ‘ভালো’ বলে সার্টিফিকেট দেওয়া পর্যবেক্ষকদের এবার আমন্ত্রণ জানানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
 

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
 

তিনি বলেন, “নির্বাচন প্রস্তুতি জানতে চেয়েছেন কানাডার হাইকমিশনার। আমরা আমাদের পরিকল্পনা ও প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেছি। ভোটারদের সচেতন করতে নানা কার্যক্রম হাতে নিয়েছি এবং প্রশিক্ষণের উদ্যোগও জানানো হয়েছে।”
 

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহার প্রসঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে সিইসি বলেন, “ওনারা এই বিষয়ে আমাদের পরামর্শ দেবেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের অঙ্গীকারে তারা সন্তুষ্ট।”
 

নাসির উদ্দিন আরও জানান, “কানাডা আমাদের বিভিন্নভাবে সহায়তা করতে চায়, বিশেষ করে ব্যালট প্রকল্পে বা অন্য কোনো মাধ্যমে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫